কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র

 শাহ আজিজুল হক | ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৫৪ | কৃষি 


কোন শিল্পই জীবনধারণের জন্য অত্যাবশকীয় নয় একমাত্র কৃষি ছাড়া। এ দেশে কিছু যদি অর্জন থাকে অর্জন হয়েছে কৃষি ক্ষেত্রে। কৃষি ও কৃষকই আমাদের মূল ভরসা।
কিশোরগঞ্জ দেশের অন্যতম কৃষিপ্রধান জেলা। এই জেলার কৃষিকে আরো এগিয়ে নিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র।

এ নিয়ে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সঙ্গে কৃষি বিজ্ঞানী মহিউদ্দিন সাক্ষাৎ করে বিস্তারিত মত বিনিময় করেন।

মঙ্গলবার (১৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মত বিনিময়কালে কৃষি বিজ্ঞানী মহিউদ্দিন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে কৃষি প্রযুক্তি বিষয়ক পুস্তক হস্তান্তর করেন।

এ সময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর