কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে ইটখলা, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

 অজিত দত্ত | ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১১:৪৪ | অষ্টগ্রাম 


অষ্টগ্রামে বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার অপরাধে উপজেলার সবুরের ভাঙ্গা এলাকার শাহিন ব্রিকস নামে একটি ইটখলাকে দুই লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়া অনুমতি ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে অষ্টগ্রাম বাজারের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে উপজেলার দেওয়ানদীঘি পাড়ার বাবুল ডাক্তারের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসীটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর