কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:১০ | বিশেষ সংবাদ 


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়। সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সাংবাদিক সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুইয়া মোতাহার, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. মো. সিদ্দিক হোসাইন, দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু, জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, জেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল হাবীব রেজা, এশিয়ান পোস্টের সম্পাদক মো. হাবিবুর রহমান বিপ্লব, হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মো. মেহের উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, পৌর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, সংস্থার পুরানথানা ইউনিটের সভাপতি ডা. সেলিম জাবেদ, বটতলা ইউনিটের ডা. এম.এ হালিম তালুকদার, মাসুদ মিয়া, মুক্তিযোদ্ধার কন্ঠের স্টাফ রিপোর্টার শফিক কবীর, এশিয়ান পোস্টের কিশোরগঞ্জ প্রতিনিধি ফারুকুজ্জামান, নিউজ মনিটরের প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক আমার বাংলাদেশের সহ-বার্তা সম্পাদক মনির হোসেন, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, দৈনিক মাতৃছায়ার জেলা প্রতিনিধি তানভীর আহমেদ, সংস্থার জেলা ইউনিটের  সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শিক্ষা ও জন কল্যাণ সম্পাদক আবুল কাশেম শামীম, প্রশিক্ষণ সম্পাদক সাদেক আহমেদ, ইটনা ইউনিটের ওয়ালীউর রহমান, তাড়াইল ইউনিটের প্রভাষক ডা. মোবারক হোসেন খান, মো. কুতুব উদ্দিন, কটিয়াদী ইউনিটের মাইনুল হক মেনু, করিমগঞ্জ ইউনিটের শেখ আবুল মনসুর লনু, হাবিবুর রহমান লিটন, জাহাঙ্গীর কবীর পলাশ, আবদুল জলিল, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টামন্ডলীর সভাপতি আবুল বাহার, শিল্পী নিরব রিপন, জহিরুল ইসলাম রুবেল, নিউজ মনিটরের সম্পাদক আশরাফ আলী সোহান, সাংবাদিক আ.মুবিন, নীলগঞ্জ ইউনিটের আহবায়ক কবি জামাল উদ্দিন, কবি সাইদুর রহমান কাঞ্চন, সতেরদরিয়া কলমবন্ধু তরুণ সংস্থার সংগঠক আহসান হাবিব ও সাদ্দাম হোসেন, অপসাংবাদিক নির্মূল কমিটির পক্ষে গণজাগরণের সাংবাদিক হাফিজুর রহমান সুমন, সিএনএন নিউজের কাউসার আহমেদ টিটু, তোলপাড়ের সম্পাদক শহীদুল ইসলাম পলাশ, হুমায়ুন কবীর ও রেহান উদ্দিন প্রমুখ অংশ নেন।

সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল হাবীব রেজা।

সাংবাদিক সমাবেশে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দায়িদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

এ সময় সাংবাদিক সংস্থার জেলা ও উপজেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর