কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৭ মার্চ ২০১৯, বুধবার, ১:৩৫ | পাকুন্দিয়া  


যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস, পরিদর্শক(তদন্ত) মো. মালেক খসরু খান সহ মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করে।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর