কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে ঝড়ে ঘরের উপরে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০১৯, সোমবার, ৬:০৪ | করিমগঞ্জ  


করিমগঞ্জে ঝড়ে গাছ পড়ে ভেঙ্গে যাওয়া বসতঘরের নিচে চাপা পড়ে জয়েদ বানু (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) ভোর রাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়েদ বানু হাত্রাপাড়া গ্রামের মৃত আব্দুল হেলিমের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (৩১ মার্চ) রাতে খাওয়া-দাওয়ার পর নিজের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন জয়েদ বানু। রাত সাড়ে তিনটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি বড় ছাউ গাছ বসতঘরের উপর ভেঙ্গে পড়ে। এতে বসতঘরটি দুমড়ে-মুচড়ে গেলে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জায়েদ বানুর মৃত্যু হয়।

পরে এলাকাবাসী গাছটি কেটে জায়েদ বানুর লাশ উদ্ধার করেন।

করিমগঞ্জ থানার ওসি মো, মমিনুল ইসলাম জানান, দোচালা টিনের ঘরটিতে জয়েদ বানু একাই থাকতেন। ঝড়ে ঘরসহ গাছটি ভেঙ্গে পড়লে বসতঘরে থাকা জয়েদ বানু ঘটনাস্থলেই মারা যান। পরে গাছ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর