কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ছাত্রী উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৮:২১ | কটিয়াদী 


কটিয়াদীতে দুই স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে সালমান মিয়া (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সালমান মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বাদে শোলাকিয়া আতকাপাড়া গ্রামের আনিসুর রহমানের পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চান্দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে কয়েকদিন যাবত বিভিন্ন কটূ কথা বলতো।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীদেরকে পুনরায় উত্যক্ত করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সাজা প্রদান করেন। পরে দ-িত সালমানকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর