কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে বিয়ের আসর থেকে আটকের পর বরকে কারাদণ্ড

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ১:৪২ | নিকলী  


নিকলীতে বিয়ের আসর থেকে আটকের পর বরকে ১০ দিনের কারাদণ্ড ও কনে পক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিকলী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর সিংগারপাড় গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডে দণ্ডিত বরের নাম মো. একিন আলী। সে নিকলী উপজেলার দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আক্কাছ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর সিংগারপাড় গ্রামের মো. গিয়াস উদ্দিনের কিশোরী কন্যা সুইটি আক্তারের (১৫) সাথে একই উপজেলার দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. একিন মিয়ার বিয়ের তারিখ ধার্য্য ছিল রোববার (৭ এপ্রিল)।

সে অনুযায়ী রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে যায়। বাল্যবিয়ে আয়োজনের খবরটি নিকলী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের কানে গেলে তিনি প্রয়োজনীয় লোকবল নিয়ে বিয়ের আসরে হানা দেন।

এ সময় বিয়ের আসর থেকে বর একিন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনে পক্ষকে তিনি পাঁচ হাজার টাকা জরিমানা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর