কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জাকিয়া পারভীন মনি এমপি’র মতবিনিময় সভা

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১০ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:৫২ | কটিয়াদী 


সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকিয়া পারভীন খানম মনি’র সাথে কটিয়াদী রক্তদান সমিতির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) পৌর সদরের রিয়াজ ভবনে রক্তদান সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির উপদেষ্টা আবদুর রহমান রুমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকিয়া পারভীন খানম মনি।

সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রভাষক দীপা বর্মন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, রুহুল আমিন রাজু, সৈয়দ জাকিরুল হক, আব্দুলাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্যকর্মী মেজবাহ উদ্দিন রুমান, আবু বকর ছিদ্দিক, সংস্কৃতিকর্মী রাজীব সরকার পলাশ, শিক্ষক জসিম উদ্দিন আহম্মদ শাহীন, আয়াতুল্লাহ আল মামুন প্রমুখসহ কটিয়াদী রক্তদান সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া পারভীন খানম মনি এমপি তাঁর পিতার রাজনৈতিক জীবনের ত্যাগ তিতীক্ষার কথা স্মরণ করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অংশীদার হওয়ার আহবান জানান।

প্রসঙ্গত, জাকিয়া পারভীন খানম মনি এমপি’র পিতা মোস্তাফিজুর রহমান খাঁন চুন্নু ৭০ এর নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর