কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের সন্তান এম আরজু ৪র্থবার বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ড মেম্বার

 স্টাফ রিপোর্টার | ১২ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১২:৪১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের সন্তান এম আরজু টানা চতুর্থ বারের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ড এর পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেয়া হয়েছে।

উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তিন বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ড এর পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে চেয়ারম্যান করা হয়েছে।

এই পরিচালনা পরিষদে টানা চতুর্থ বারের মতো সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জের সন্তান এম আরজু।

এম আরজু রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজে কর্মরত রয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পশ্চিম পাড়ার মরহুম মোঃ নূরুল ইসলাম এর ছেলে।

এম আরজু বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের দাবি-দাওয়া আদায় এবং স্বার্থরক্ষায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর