কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের অষ্টবর্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

 স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ২:২১ | শিক্ষা  


কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামে একটি উন্নত ও অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে অষ্টবর্গের ঐতিহ্যবাহী শাহ্ বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র, সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি ছিলেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ-আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের উদ্যোক্তা শাহ্ ইসকান্দার আলী স্বপন। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তারেক কামাল।

আউলিয়া শাহ্ সাগড়া (রহ.)- এর পবিত্র স্মৃতিতে ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শাহ্ মাহ্তাব আলী (রহ.)-এর ইচ্ছায় এলাকাবাসীর কল্যাণার্থে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর