কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:৪৫ | কিশোরগঞ্জ সদর 


নানা বর্ণিল আয়োজনে রোববার (১৪ এপ্রিল) উদযাপিত হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ। দিনের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় দেশীয় বিভিন্ন খেলাধুলা। দেশীয় খেলার মধ্যে ছিল কাবাডি, মোরগ লড়াই, দড়ি লাফ, ব্যাঙ দৌড়, কাকড়া দৌড়, কুতকুত ইত্যাদি।

এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ মঞ্চে অনুষ্ঠিত হয় রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নববর্ষের এসব আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আব্দুল্লাহ, সহ প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাবু তাপস কুমার চক্রবর্তী, জিনিয়া শারমীন, আজহারুল ইসলাম, মাকসুদা খাতুন, শাহানারা বেগম, নুসরাত পারভীন, মোঃ আতিকুর রহমান, সুলতানা দিলিমিতা ফেরদৌস, লুৎফুন্নেছা চিনু, আনন্দ কুবার বসাক, মাহমুদুল ইসলাম মাসুদ প্রমুখ।

সাংস্কৃতিক পর্ব সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম।

খেলাধুলা পর্বের ধারা বর্ণনায় ছিলেন সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ কামরুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর