kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

৭০ বছর আগের দুর্লভ বেতার যন্ত্র!


 তাফসিলুল আজিজ | ১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৬:৪৫ | অন্যান্য 


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছিল 'বিশ্ব বেতার দিবস'। জাতিসংঘ ঘোষিত বিশ্বব্যাপী প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে।

এ দিনে জেলার কটিয়াদী উপজেলার বোয়ালিয়া মিয়া বাড়িতে পাওয়া যায় দুর্লভ কয়ও ব্র্যান্ডের এক বেতার যন্ত্র। যা ১৯৪৮ সালে ওই বাড়ির মালিক মো. শহিদুল ইসলাম কিনেছিলেন। এলাকায় তখন আর কোথাও এ যন্ত্র ছিলনা। এর মাধ্যমে এলাকাবাসী ১৯৭১ সালের স্বাধীনতা ঘোষণার খবর ও শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদসহ অনেক খবরাখবর জানতে পারেন।

শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম বলেন, বাবা মারা গেলেও বাবার কেনা স্মৃতি বিজড়িত  সেই বেতার যন্ত্রটি ঘরের ভিতর দেয়ালে এখনো টানিয়ে রেখেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির যুগে ৭০ বছর আগের দুর্লভ এই বেতার যন্ত্রটি সচল না থাকলেও অনেকেই এটা দেখতে আসেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ