কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এবার ‘সাদা ইয়াবা’, র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০১৯, শনিবার, ১১:০৯ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাবের গোয়েন্দা জালে এবার ধরা পড়লো ‘সাদা ইয়াবা’। লাল ইয়াবার পর প্রথম বারের মতো কিশোরগঞ্জে ‘সাদা ইয়াবা’ সহ শ্যামল চন্দ্র পাল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে র‌্যাবের হাতে। ৫০ পিস ‘সাদা ইয়াবা’সহ ১০০ পিস ইয়াাবা বিক্রি করতে গিয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের চৌকস সদস্যদের হাতে ধরা পড়ে সে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র পাল ময়মনসিংহ সদরের কেওয়াখালী ওয়াপদার মোড়ের সুবল চন্দ্র পালের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এই আটকাভিযানের নেতৃত্ব দেন।

লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ এপ্রিল) রাত ৮টা ৫মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দলের হাতে ৫০ পিস সাদা ও ৫০ পিস লালচে রংয়ের মোট একশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র পাল আটক হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া শ্যামল চন্দ্র পাল মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কিশোরগঞ্জে সাদা ইয়াবা উদ্ধারের ঘটনা এটিই প্রথম উল্লেখ করে লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র পালকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর