কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে হামিদা বশির দাতব্য চিকিৎসালয়ের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চিকিৎসক লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. আবিদুর রহমান ভূঞা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারিয়া বাগে মুসাফির মসজিদ কমিটির সভাপতি মো. নুরুদ্দিন ভূঞা।
এতে প্রধান অতিথি ছিলেন হামিদা বশির ট্রাস্ট এর সভাপতি ও বাংলাটিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঞা রিপন।
মেডিকেল ক্যাম্পের এলাকার হতদরিদ্র শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
হামিদা বশির দাতব্য চিকিৎসালয় দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ভিডিও: