কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মসজিদে চুরি করতে গিয়ে যুবক আটক

 আমিনুল ইসলাম বাবুল | ২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৬:৫২ | তাড়াইল  


তাড়াইলে মসজিদ থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি ও মাইকে ব্যবহার করার ব্যটারি চুরি করার সময় মো. জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবক হাতেনাতে ধরা পড়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রাউতি পশ্চিমপাড়া জামে মসজিদ থেকে চুরি করতে গিয়ে এই যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছে।

এলাকাবাসী থানায় খবর দেয়ার পর পুলিশ চোরসহ উদ্ধার করা ব্যাটারি তাড়াইল থানায় নিয়ে যায়।

আটক হওয়া মো. জাহাঙ্গীর আলম তাড়াইল বাজারের ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

এলাকাবাসী জানান, তাড়াইল উপজেলার বিভিন্ন মসজিদের সৌর বিদ্যুতের ব্যাটারি ছাড়াও দানবাক্সের নগদ টাকা চুরির ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে চলেছে। কিন্তু চোরচক্রের সদস্যরা এতোদিন অধরাই রয়ে গেছে।

এ রকম পরিস্থিতিতে রোববার (২১ এপ্রিল) জোহরের নামাজের পর উপজেলার রাউতি পশ্চিমপাড়া জামে মসজিদ থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি ও মাইকে ব্যবহার করার ব্যাটারিচালিত অটোরিকশায় করে ব্যটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে জাহাঙ্গীর আলম।

পরে তাকে আটকে তাড়াইল থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরসহ উদ্ধার করা ব্যাটারি তাড়াইল থানায় নিয়ে যায়।

এ সংক্রান্ত পূর্ববর্তী সংবাদ: তাড়াইলে বাসাবড়ি, দোকানপাটের পর এবার মসজিদে মসজিদে চুরি!


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর