কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের তিন উপজেলায় শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

 স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১২:৩৭ | বিশেষ সংবাদ 


প্রথম ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলায় শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের এই কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে।

প্রথম ধাপে মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা, পাকুন্দিয়া উপজেলা ও নিকলী উপজেলা এই তিনটি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলে ইসি সূত্র জানিয়েছে।

ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

ইসির তথ্য মতে, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ভোটার হওয়ার বয়স হলে তাদের তালিকাভুক্ত করে নেয়া হবে।

২৩ এপ্রিল থেকে শুরু হয়ে কিশোরগঞ্জের সদর, পাকুন্দিয়া ও নিকলী এই তিনটি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ২১ দিন তথ্য সংগ্রহ করা হবে।

পরবর্তিতে আগামী ১৬ মে থেকে ছবি তোলার কাজ শুরু হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর