কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৬:২৫ | কটিয়াদী 


কটিয়াদীতে ভোক্তা অধিকার আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে উপজেলার মসূয়া বাজারের পপি বেকারিকে বিশ হাজার টাকা, বেতাল বাজারের মেডিটেক বিজনেস পয়েন্টকে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের মনির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৃৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

মো. ইব্রাহীম হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান মিশিয়ে বেকারি পণ্য তৈরি করার অপরাধে মসূয়া বাজারের পপি বেকারিকে বিশ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে বেতাল বাজারের মেডিটেক বিজনেস পয়েন্টকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে একই বাজারের মনির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও মো. ইব্রাহীম হোসেন জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর