বাজিতপুরে অটোবাইক চার্জারের ছেঁড়া তারে জড়িয়ে সাদিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জারিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাদিয়া জারিয়া গ্রামের জামির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানায়, সকালে সাদিয়া নিজেদের অটোবাইক চার্জার ঘরে গেলে অসাবধানতাবশত সে ঘরের মধ্যে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।