কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কেন্দুয়ায় ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা | ২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৮:১০ | সারাদেশ 


কেন্দুয়ায় খেলাধুলা করার সময় বাড়ির পাশের ডোবার (বড় গর্ত) পানিতে পড়ে গিয়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুরা হচ্ছে, গগডা উত্তর পাড়ার মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার আগে ওই তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে ডোবায় হাঁসের বাচ্চা ধরতে গিয়ে পানিতে পড়ে যায়।

বেশ কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুদের ডোবা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমারত হোসেন গাজীর সাথে যোগাযোগ করলে তিনি ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর