কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১:৩৫ | হোসেনপুর 


হোসেনপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত উপজেলা পরিষদের আয়োজনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে উপজেলা পরিষদের প্রথম সভা সোমবার (২৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ এর আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেন ইউএনও কমল কুমার ঘোষ।

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ ছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কবির আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনয়ারা।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গত ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোহেল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহজাহান পারভেজকে পরাজিত করেন।

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম আয়ুব আলীর বড় ছেলে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর