কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে এসি ল্যান্ডের অভিযানে ফুটপাত অবৈধ দখলমুক্ত, জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক | ৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:১৫ | হোসেনপুর 


হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছেন। এ সময় তিনি ফুটপাতের অবৈধ দখলদারদের কাছ থেকে জরিমানাও আদায় করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় হোসেনপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে নানা ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে ফুটপাত ব্যবহার নিয়ে পথচারীদের দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হতো।

এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। এছাড়া অবৈধ দখলদারদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান উপজেলার হাজীপুর বাজারে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোপাল চন্দ্রের মিষ্টির দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর