কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে বজ্রপাতে শিশুসহ নিহত দুই, মারা গেছে গরুও

 স্টাফ রিপোর্টার | ৩ মে ২০১৯, শুক্রবার, ৩:২৯ | মিঠামইন 


মিঠামইনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সুমন মিয়া নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির আনতে যাওয়া ষাঁড়বাছুরটিও বজ্রাঘাতে মারা যায়। এছাড়া হাওরে বোরো ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে মহিউদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের হাওরে বজ্রপাতে শিশু সুমন ও ষাঁড়বাছুরটি মারা যায়। অন্যদিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রাম সংলগ্ন হাওরে বজ্রপাতে মহিউদ্দিনের মৃত্যু হয়।

মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন মো. মতিউর রহমান জানান, নিহত সুমন মিয়া উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে এবং নিহত মহিউদ্দিন উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।

তিনি জানান, শুক্রবার (৩ মে) দুপুর ১২টার দিকে বৃষ্টিপাতের মধ্যে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সুমন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় শিশুটির আনতে যাওয়া ষাঁড়বাছুরটিও বজ্রাঘাতে মারা যায়। অন্যদিকে একই সময়ে হাওরের জমিতে বোরো ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিন মারা যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর