কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শোলাকিয়ায় ১৯২তম ঈদ জামাতের প্রস্তুতি সভা

 স্টাফ রিপোর্টার | ৫ মে ২০১৯, রবিবার, ৫:৪৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯২তম জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাত আয়োজনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে ঈদগাহ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ অংশ নেন।

সভার শুরুতে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাই এবারের ১৯২তম জামাতে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।

জেলা প্রশাসকের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন।

এছাড়া সভায় বিস্তারিত আলোচনা করার পর বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করা হবে বলে সভার সদস্যদের জানানো হয়।

সভায় বলা হয়, এবারও ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শোলাকিয়া ঈদগাহ খতিব মাওলানা ফরিদউদ্দীন মাসঊদ। ঈদ জামাত শুরু হবে সকাল ১০টায়। এছাড়া এবারও চ্যানেল আই ঈদের জামাত সরাসরি সম্প্রচার করবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর