kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

পাকুন্দিয়ায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা


 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ১১:৫৮ | পাকুন্দিয়া  


শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া ও এর মাধ্যমে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে পাকুন্দিয়ায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকটি দলে শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাধ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ আহমেদ প্রমুখ ছাড়াও সকল সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ