কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ে ওয়ার্কশপ

 অজিত দত্ত | ৫ মে ২০১৯, রবিবার, ৭:১১ | অষ্টগ্রাম 


অষ্টগ্রামে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এই ওরিয়েন্টশন ওয়ার্কশপের আয়োজন করে।

ওরিয়েন্টশন ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, মাদরাসার প্রধান, কলেজ প্রধান, উপজেলা পরিষদ প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসানুল জাহীদ এর পরিচালনায় ওয়ার্কশপে প্রশিক্ষক ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যাপক দীপক কুমার দাস।

এতে বাংলাদেশ মৎস্য সমবায় সমিতির সভাপতি ও অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের  সভাপতি এ এফ মাশুক নাজিম, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খাঁন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী আফতাব, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস প্রমুখ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর