কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৬৫৯ জিপিএ-৫, শতভাগ পাশ ১৩৬ জিপিএ-৫ নিয়ে শীর্ষে এসভি সরকারি বালিকা

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০১৯, সোমবার, ৪:৪১ | শিক্ষা  


এবারের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলায় মোট ৬৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলার মোট ২৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশসহ মোট ১৩৬টি জিপিএ-৫ নিয়ে জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৩৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে অংশ নেয়া ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৮জন ছাত্র।

মোট ৪৭টি জিপিএ-৫ পেয়ে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে জেলায় তৃতীয় হয়েছে বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন উত্তীর্ণ হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর