কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

 মাহবুবুর রহমান | ৭ মে ২০১৯, মঙ্গলবার, ৯:৫২ | হোসেনপুর 


কটিয়াদীতে খাদ্যে ভেজাল রোধে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ মে) বিকাল থেকে রাত পর্যন্ত কটিয়াদী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে ব্যবসায়ী সোহাগ কে ১০ হাজার টাকা, বাদল মোদক কে দুই হাজার টাকা, ফাংগাসযুক্ত দই রাখার দায়ে জগবন্ধু কে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বার্মার আচার রাখার দায়ে মানিক পাল কে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাচ্চু মিয়াকে দুধে পানি দেয়ার ব্যাপারে সতর্ক করা হয় এবং তা বিনষ্ট করা হয়।

স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সজিম উদ্দিন ও  মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী বলেন, খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর