কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

 এম কে জামান রিপন | ৯ মে ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪২ | কিশোরগঞ্জ সদর 


বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর আয়োজনে কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিদ্যালয়ের হলরুমে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন।

এতে অন্যদের মধ্যে আরজতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিনিয়া শারমিন, নুসরাত পারভিন, মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সভায় কৈশোরকালীন পুষ্টির উন্নতি চক্র উপস্থাপন করেন বিবিএফ এর প্রকল্প কর্মকর্তা উম্মে মাহবুবা এবং দেবাশীষ দেব। তারা শিক্ষার্থীদের কৈশোরকালীন বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ব্যাখ্যা করেন এবং এ সময়ের পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর