কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ শেষে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১০ মে ২০১৯, শুক্রবার, ২:১৬ | কিশোরগঞ্জ সদর 


চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ শেষে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে জেলা শহরের কালীবাড়ী এলাকার সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ভোরের আলো সাহিত্য আসর, হোমিওপ্যাথিক ফোরাম ও আকুপ্রেসার গবেষণা সোসাইটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান।

বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সহ-সাধারণ সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, প্রচার সম্পাদক আলী রেজ াসুমন, নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা দেব নাথ, হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি এম এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন খান, ডাঃ নাজনীন আক্তার, সহকারী সমন্বয়ক আবু সাইদ, উপদেষ্টা লায়ন এসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক মতিউর রহমান, মোঃ শহীদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নীরব রিপন, সহ-প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, অ্যাকুথেরাপিষ্ট এমদাদ হুসাইন, মাহমুদ, শিল্পী সরলা আক্তার, রিমা আক্তার, লেখক নকীব হাসান প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বক্তারা চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ শেষে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের ফাঁসির দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর