কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অঙ্কুরের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৪৩ | কটিয়াদী 


কটিয়াদীতে অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার মসূয়া মুগাদিয়ার সংস্থার প্রধান কার্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বিত করেন অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লাইব্রেরিয়ান কর্মকর্তা আজিজুল হক সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ছড়াকার আল আজাদ, ব্যবসায়ী মো. ইমান হোসেন মোড়ল ও শ্যামলী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার মো. মকবুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও ছড়াকার গোলাপ আমিন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন তার শুভেচ্ছা বক্তব্যে নারী শিক্ষার অগ্রগতি, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কুফল সম্পর্কে আলোচনা করেন এবং অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন এর উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিয়ে দশ বছর মেয়াদী বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রকল্পের সুবিধাগুলো তুলে ধরেন। তিনি জানান, এই সংস্থার তালিকাভূক্ত কন্যাশিশুরা প্রতি বছর বিনামূল্যে শিক্ষা উপকরণ সহায়তা পাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর