কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সমকালের পাঠক-সুধী সমাবেশ ও ইফতার

 স্টাফ রিপোর্টার | ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:২০ | কিশোরগঞ্জ সদর 


মানুষের বহিরাঙ্গের সৌন্দর্যই শেষ কথা নয়, মনোজাগতিক সৌন্দর্য না থাকলে মানুষ কখনও পরিপূর্ণ মনুষ্যত্বের পরিচয় দিতে পারে না। দৈনিক সমকাল ব্যাপক পাঠক সমাজের মনোজাগতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার (১৬ মে) দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সুধী সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এভাবেই তাদের মূল্যায়ন তুলে ধরেন।

সমকালের নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, দৃশ্যপট ’৭১-এর সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, বিসিবি’র পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, সুহৃদ সমাবেশের সভাপতি হারুন-আল-রশীদ, প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা ম ম জুয়েল, অতিরিক্ত কর কমিশানার নূরুল হুদা ভূঁইয়া, সাদেক হোসেন খোকা প্রমুখ।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে দৈনিক সমকাল যে অভিযাত্রায় শামিল হয়েছে তা আগামী দিনে আরও বেগবান হবে। এই পত্রিকা গণমানুষের মনের কথা উপলব্ধি করার ক্ষমতা রাখে এবং সেভাবেই পত্রিকাটি দুর্নিবার সাহসে এগিয়ে চলেছে।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, দেশে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি পত্রিকা আইন-শৃংখলা বাহিনীর সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। দৈনিক সমকাল সত্য প্রকাশের মাধ্যমে সেই সত্যকেই প্রমাণ করে চলেছে।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বলেন, দৈনিক সমকাল স্থানীয় ভিত্তিক সমস্যাগুলোকে খুব গুরুত্বের সাথে প্রকাশ করে থাকে।

র‌্যার-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান বলেন, সাম্প্রতিক সময়ে চলন্ত বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার বিষয়টিকে সমকাল যেভাবে তুলে ধরেছে তা মূল রহস্য উদঘাটনে সহায়ক ভূমিকা রেখেছে।

অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস বলেন, দৈনিক সমকাল শুধু সমস্যার কথাই বলে না, মানুষের অন্তর্চক্ষুকেও খুলে দেয়।

জাহাঙ্গীর আলম জাহান বলেন, সমকালের একজন পাঠক হিসেবে আমি এই দৈনিকের সমকক্ষ আর কোন দৈনিককে ভাবতে পারি না। সমকাল সকল মানুষেরই যোগ্য প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার মো. আশরাফ আলী খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজমুল হক, ডা. এম এ তাহের, ডা. হুসনা বেগম, শিক্ষক কোহিনুর আফজল, আইনজীবী সৈয়দ শাহজাহান, সাংবাদিক মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম, বিজয় রায় খোকা, সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো. আবু বকর সিদ্দিক, অধ্যাপক ফারজানা আহমেদ, ফৌজিয়া জলিল ন্যান্সি, হাবিবা আক্তার রিপা, সৈয়দ রেজওয়ানউল্লাহ বাশার, গাজী মহিবুর রহমান, আসলামুল হক আসলাম, দেবাশীষ ভৌমিক, সমকালের উপজেলা প্রতিনিধি ফারুক দাদ খান, পত্রিকা এজেন্ট এম.এ সাদেক মুকুল প্রমুখ।

ইফতারের পূর্বে মাওলানা শোয়াইব আব্দুর রউফ সংক্ষিপ্ত বয়ান ও মোনাজাত পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর