কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ট্যাংক লরীর ট্যাংকি বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ১৭ মে ২০১৯, শুক্রবার, ৭:৪৬ | কুলিয়ারচর 


কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডে জ্বালানি তেলবাহী ট্যাংক লরীর খালি ট্যাংকি ঝালাই দেওয়ার সময় ট্যাংকি বিস্ফোরণে দগ্ধ চার জনের মধ্যে সালমান (১৩) এর মৃত্যুর পর শফিক (২৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুই-এ।

শফিক বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টি সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শফিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে।

এর আগে গত ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টি সার্জারি ইউনিটেই চিকিৎসাধীন অবস্থায় সালমানের মৃত্যু হয়।

গত ১১ মে কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডে জ্বালানি তেলবাহী ট্যাংক লরীর খালি ট্যাংকি ঝালাই দেওয়ার সময় ট্যাংকি বিস্ফোরণে সালমান, হাকিম (২৭), শফিক ও নাইম (১৮) নামে চারজন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র মতে, গত ১১ মে সকাল ১০টার দিকে আগরপুর বাসস্ট্যান্ডের আব্বাস আলী মার্কেটের একটি ওয়ার্কসপে তেলবাহী একটি ট্যাংকলরীর খালি ট্যাংকি ঝালাইয়ের কাজ করছিলো শ্রমিকরা। হঠাৎ সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে সালমান, হাকিম, শফিক ও নাইম অগ্নিদগ্ধ হয়।

এছাড়া ট্যাংকলরীর ট্যাংকটি শূণ্যে উড়ে গিয়ে মার্কেটের উপর পড়লে ৭/৮টি দোকানের উপরের টিনের চালা ও সাটার ভেঙ্গে বিধ্বস্ত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর