কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আনন্দ মিছিলের শহর কিশোরগঞ্জ

 স্পেশাল রিপোর্টার, কিশোরগঞ্জ নিউজ.কম। | ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৫:১৮ | বিশেষ সংবাদ 


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জবাসী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি করেছেন।

দল-মত নির্বিশেষে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিল আর উৎসবের শহরে পরিণত হয়েছিল কিশোরগঞ্জ। হাতি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে মানুষ বর্ণাঢ্য এই আনন্দ র‌্যালিতে অংশ নেন।

দুপুর সোয়া ১২টার দিকে শহরের গুরুদয়াল কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। এর আগে সকাল থেকেই আনন্দ র‌্যালিতে অংশ নিতে যাওয়া জনতার ঢল নামে শহরের প্রতিটি সড়কে।

বেলা ১২টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে গুরুদয়াল কলেজ মাঠ। জনতার স্রোত কলেজ এলাকার সীমানা ছাড়িয়ে শহরের প্রায় সব সড়কে ছড়িয়ে পড়লে আনন্দ র‌্যালির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে।

র‌্যালি শুরুর আগে গুরুদয়াল কলেজ প্রাঙ্গণের নরসুন্দা মুক্তমঞ্চে দেশাত্মবোধক গান আর জাগরণী সংগীত পরিবেশন করে জনতাকে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা।

ঐতিহাসিক এই আনন্দ র‌্যালিতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক নূরু, ছোট বোন সাবেক ইউপি চেয়ারম্যান আছিয়া আলম, রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন প্রমুখ নেতৃত্ব দেন।

র‌্যালিতে চার সংসদ সদস্য ছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সাহিদ ভূঁইয়া, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারওয়ার আলম, জেলা পরিষদ সদস্য মো. সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট সানোয়ার হোসেন রুবেল, আবু কাউসার মিল্কী প্রমুখসহ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণের নেতৃত্বে স্ব স্ব এলাকার বিপুল সংখ্যক মানুষ আনন্দ র‌্যালিতে অংশ নেন।

এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে নিজেদের ব্যানারে অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর