কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাড়ে ৮ মাস পর টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জের অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ২১ মে ২০১৯, মঙ্গলবার, ১:২৫ | অপরাধ 


দীর্ঘ প্রায় সাড়ে ৮ মাস আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো না কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি অপহরণ মামলার আসামি ওয়াদুদ (২৬) এর। অবশেষে সোমবার (২০ মে) পুলিশের জালে ধরা পড়ে সে এখন থানা হেফাজতে।

বিকালে টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই অজিত কুমার সরকার এই গ্রেপ্তার অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার হওয়া অপহরণ মামলার আসামি ওয়াদুদ জেলার নিকলী উপজেলার কাঁঠালকান্দি গ্রামের মামুদ হোসেনের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওয়াদুদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭ ধারায় দায়ের করা মামলায় (নং-২২) সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল জেলার ঘাটাইলে তার অবস্থান নিশ্চিত হয়ে এসআই অজিত কুমার সরকার সোমবার (২০ মে) বিকালে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিকাল সাড়ে ৩টার দিকে ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও ওসি মো. আবুবকর সিদ্দিক জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর