কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

 স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ৪:৫৫ | বিশেষ সংবাদ 


আসন্ন ঈদুল ফিতরে যানজট নিরসন, গণপরিবহনে কাঙ্ক্ষিত যাত্রীসেবা ও নিরাপত্তা এবং ট্রাফিক আইন বিষয়ে জনসচেতনতা বাড়াতে কিশোরগঞ্জ জেলা পুলিশ বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শহরের গাইটাল বাসস্ট্যান্ডে জেলা পুলিশের আয়োজনে মালিক, চালক ও হেলপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহম্মেদ, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়ছার আহমেদ কাইয়ুম প্রমুখ বক্তৃতা করেন।

সভায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক, ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম এবং অনন্যা ক্লাসিক, অনন্যা পরিবহন, অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের মালিক, চালক ও হেলপারসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) তার বক্তৃতায় বলেন, ঈদে যানজট নিরসন এবং পরিবহন সেক্টরে নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবহন সেক্টরের সাথে সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ এসব সমস্যার নিরসন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) চালকদের ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, যাত্রীর সঙ্গে ভাল ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলা, মহিলা ও শিশু যাত্রীর বসার সিট ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভা শেষে যাত্রীবাহী বিভিন্ন বাসে পুলিশ সুপার নিজ হাতে এসব নির্দেশনা সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর