কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ১০:০০ | কুলিয়ারচর 


কুলিয়ারচর উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ কোটি ২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করা হয়।

কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া-এর সভাপতিত্বে অধিবেশনে বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

বাজেট অধিবশনে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশন পরিচালনা করেন ইউএনও অফিসের নাজির রাফিউল হক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর