কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশ্বকাপের ছক্কা-২: জমে উঠেছে লড়াই

 মো. শাহাদত হোসেন | ৩১ মে ২০১৯, শুক্রবার, ২:০৮ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


দুই অভাগার লড়াই দিয়ে শুরু হল আইসিসি ওয়ার্ল্ড কাপের এবারের আসর। প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩০ মে) স্বাগতিক ইংল্যান্ড খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অভাগা বলেছি এ কারণে যে, ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ড এখন পর্যন্ত তিন তিনবার ফাইনাল খেললেও কাপ জিততে পারেনি একবারও। ফাইনালে ১৯৭৯ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে, ১৯৮৭ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার কাছে এবং ১৯৯২ সালে মেলবোর্নে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি তাদের। ১৯৯২ সালের পর থেকে বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্সও আশাব্যঞ্জক নয়।

অন্যদিকে ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপে জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে ভাল ফলাফল করলেও কখনো ফাইনাল খেলতে পারেনি। চারবার সেমিফাইনাল থেকে, দু’বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে সবসময় ফেভারিট থাকা দক্ষিণ আফ্রিকাকে।

আর এবার শুরুর ম্যাচেও ভাল করতে পারেনি ফাফ ডু প্লেসির (অধিনায়ক) দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে এউইন মরগানের (অধিনায়ক) ইংল্যান্ড। ইংল্যান্ডের এ শুভসূচনা এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জেতার ইঙ্গিত দিচ্ছে কিনা কে জানে।

বৃহস্পতিবার (৩০ মে) এর কথা থাক। আজ বরং আজকের (৩১ মে) ম্যাচ নিয়ে কথা বলা যাক। শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে তিনটায় নটিংহামের ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য অবিস্মরণীয়, দু’বারই চ্যাম্পিয়ন। ১৯৮৩ সালে তৃতীয় বিশ্বকাপেও তারা রানার-আপ। এরপর থেকে ধ্বস নামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সম্প্রতি অবশ্য হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে খেলছে দলটি।

অন্যদিকে পাকিস্তান প্রথম বিশ্বকাপে গ্রপ পর্ব থেকে বিদায় নিলেও পরের ছয়টি বিশ্বকাপে তাদের সাফল্য বেশ ভাল। ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে দলটি। আর ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বারের মত বিশ্বকাপ জিতে ইমরান খানের পাকিস্তান। আবার ১৯৯৯ সালে ফাইনালে উঠেও মাত্র ১৩২ রানে অল-আউট হয়ে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে রানার-আপ হয়ে সন্তষ্ট থাকতে হয়। প্রতিদ্বন্দ্বিতাহীন ফাইনালে অস্ট্রেলিয়া ২০.১ ওভারে ২ উইকেটে ১৩৩ রান করে চ্যাম্পিয়ন হয়।

আজ (৩১ মে) অবশ্য কোন দল জিতবে তা পূর্বানুমান করা কঠিন। আইসিসি’র ওয়ান ডে র‌্যানকিংয়ে পাকিস্তান ৬ষ্ঠ আর ওয়েস্ট ইন্ডিজ ৮ম। মাঝখানে শুধু বাংলাদেশ (সপ্তম)। অন্যদিকে আইসিসি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাফল্য ৫৮% এবং ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ৫৯%। অর্থাৎ বিশ্বকাপে উভয় দলই ৭১টি করে ম্যাচ খেলে পাকিস্তান জয় পেয়েছে ৪০টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জয় পয়েছে ৪১টিতে।

এছাড়া গত বিশ্বকাপের পর পাকিস্তান ৮০টি ওডিআই খেলে জিতেছে ৩৫টিতে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ৬৭টি ওডিআই খেলে জিতেছে ১৯টিতে। সুতরাং পরিসংখ্যানের হিসেব-নিকেষে দুই দলের অবস্থান খুব কাছাকাছি।

ইতোমধ্যেই পাকিস্তানের মত ‘আনপ্রেডিকটেবল’ তকমা পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজও। বরং ওয়েস্ট ইন্ডিজে এখন অননুমেয় খেলোয়াড়ের সংখ্যাই বেশি। মারকুটে স্বভাবের আন্দ্রে রাসেল, ক্রিশ গেইল বা শিমরন হেটমায়ার জ্বলে উঠলে, পাকিস্তান কেন, কোন দলই পাত্তা পাবে না।

অন্যদিকে দু’বছর আগে চ্যম্পিয়ন ট্রফি জেতা পাকিস্তান দলের নয়জন খেলোয়াড় আছে এবারের বিশ্বকাপ স্কোয়াডে। আগের চেয়ে তারা আরো পরিণত, আরো অভিজ্ঞ। তাই তাদেরকে হারানো কোন দলের জন্যেই সহজ হবে না।

(লেখক মো. শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। Email: sahadot.hossain@gmail.com)


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর