কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈদে ২৬১ শিশুর মুখে হাসি ফোটালো ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ পরিবার

 স্টাফ রিপোর্টার | ৫ জুন ২০১৯, বুধবার, ১০:২৭ | সংগঠন সংবাদ 


জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ এর উদ্যোগে দুস্থ ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। ঈদের আগের দিন মঙ্গলবার (৪ জুন) পর্যন্ত এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম চলে।

কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন জায়গায় এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এই সময়ে মোট ২৬১জন শিশুর মাঝে উন্নতমানের ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদের আগে নতুন জামা পেয়ে শিশুদের মাঝে ঈদের আনন্দে পুলকিত হয়।

‘আমাদের-জন্মভূমি-কিশোরগঞ্জ’ গ্রুপের এডমিন দ্বীন ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র বিতরণে সহযোগিতা করেন সানাউল হক বাবুল সিআইপি, দানবীর হামিদুল আলম চৌধুরী নিউটন, মাইলস্টোন স্কুলের এডমিন আফরোজা হেলেন, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা চিনু, অ্যামেরিকা প্রবাসী মালা নূর ও হিরণ ভূঁইয়া।

গ্রুপটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর