কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বস্ত্র বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৫ জুন ২০১৯, বুধবার, ১১:২৩ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঈদের আগের দিন মঙ্গলবার (৪ জুন) এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

প্রতিবারের মত এই ঈদেও সবার মাঝে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার জন্য হিজলীয়া গ্রামের শাহজাহান ও তার পরিবারের পক্ষ থেকে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এম.এ.মান্নান মানিক কলেজের প্রভাষক এম.এস আল মামুন ও তার বড় ভাই সাবেক ইউপি সদস্য শাহ্ আলম এই ঈদ বস্ত্র বিতরণে সহযোগিতা করেন।

এলাকার ৫০ জন দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা ছাড়াও তাদের ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরই ব্যক্তি উদ্যোগে তারা ঈদ বস্ত্র বিতরণ ছাড়াও এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

এ ব্যাপারে এম.এ.মান্নান মানিক কলেজের প্রভাষক এম.এস আল মামুন বলেন, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার সাথে ভাগাভাগি করে নিতেই নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে এই আয়োজন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর