কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে নৌকার প্রচারণায় ঢাবি ছাত্রলীগ নেতা জুবায়ের

 স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫৬ | কটিয়াদী 


আগামী ১৮ জুন কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নাওয়া-খাওয়া ভুলে বিরামহীন প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

জমজমাট প্রচারণায় এখন সরগরম কটিয়াদীর পাড়া-মহল্লা, গ্রাম-জনপদ। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের মতোই সরব রয়েছেন সমর্থক নেতাকর্মীরা।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদে প্রার্থীরাই ছুটছেন দ্বারে দ্বারে। তবে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বসে নেই প্রার্থীদের সমর্থক-কর্মীরাও। তারাও ছুটছেন মানুষের কাছে। ভোট প্রার্থনা করছেন পছন্দের প্রার্থীর জন্য।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও এই উপজেলায় ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থী দলীয় পরিচয়ে লড়ছেন। বাকি চারজনই স্বতন্ত্র প্রার্থী।

দলীয় দুই প্রার্থী হলেন,  আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা) এবং জাকের পার্টির প্রার্থী শহীদুজ্জামান স্বপন (গোলাপ ফুল)। অন্যদিকে স্বতন্ত্র চার প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের তিন বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মো. আলতাফ উদ্দীন (মোটর সাইকেল) ও ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার আনার (আনারস)।

এ অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা) এর পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণার তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। বসে নেই সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। এরই অংশ হিসেবে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ-প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ।

ঢাবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ এর বাড়ি কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করুয়াপাড়া গ্রামে। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনা করছেন নৌকা প্রতীকে। তার এই প্রচারণা নজর কেড়েছে এলাকাবাসীর। ছাত্রলীগ নেতাকর্মীরাও উজ্জ্বীবিত হচ্ছেন।

ঢাবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ এর সাথে ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থী ভুনা গ্রামের শাকিল খান, করুয়াপাড়া গ্রামের কাজী তানজিল হক লিজন, মামুদপুরের জান মিয়া, রাব্বীসহ আরো অসংখ্য ছাত্রলীগ কর্মী নৌকার পক্ষে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জুবায়ের আহমেদ বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। কারণ নৌকা প্রতীক হলো বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত। আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর