কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বয়স্ক দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

 স্টাফ রিপোর্টার | ১৫ জুন ২০১৯, শনিবার, ১২:১৪ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে লায়ন্স কাব ইন্টারন্যাশনালের জিএমটি এরিয়া লিডার লায়ন স্বদেশ রঞ্জন সাহা এর ব্যক্তিগত সহযোগিতায় বয়স্ক দুই প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে দু’টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকালে শহরের খরমপট্টি এলাকায় মো. ছায়েম উদ্দিন ও নূরজাহান বেগম নামে বয়স্ক দুই প্রতিবন্ধীর মাঝে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার দু’টি হস্তান্তর করা হয়।

হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে সাবেক জাতীয় ক্রীড়াবিদ সুবল সরকার, সমাজকর্মী আজিজুর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা সৈয়দ আফাজ উদ্দিন, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রতন মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. ফারুকুজ্জামান, জুয়েলুর রহমান জুয়েল প্রমুখ অংশ নেন।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পাওয়া বয়স্ক দুই প্রতিবন্ধী মো. ছায়েম উদ্দিন ও নূরজাহান বেগম কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার বাসিন্দা।

হুইল চেয়ারের অভাবে এতোদিন তাদের চলাফেরা নিয়ে দুর্ভোগের শেষ ছিল না। স্বভাবতই হুইল চেয়ার পেয়ে তারা উচ্ছ্বসিত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর