কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বৃষ্টি উপেক্ষা করে নান্দাইলে ৭টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি তুহিন

 মজিবুর রহমান ফয়সাল, নান্দাইল, ময়মনসিংহ | ১৫ জুন ২০১৯, শনিবার, ৭:১৯ | সারাদেশ 


গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ৭টি জনগুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত নান্দাইল পৌরসভার পাঁচটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে সড়কগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সড়কগুলো নির্মাণে ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

জানা গেছে, পৌরসভার দশালিয়া গ্রামের কাশেমের বাড়ি ভায়া দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত, জলসিড়ি বাস স্ট্যান্ড হতে আচারগাঁও উত্তরপাড়া জামে মসজিদ পর্যন্ত, মারকায মসজিদ সড়ক, ওয়াদুদ মাস্টারের বাড়ি হতে নরসুন্দা নদী পর্যন্ত, আঠারবাড়ী সড়ক হতে নরসুন্দা নদী পর্যন্ত, লালনের চায়ের দোকান হতে দুর্গামন্দির পর্যন্ত, সিদ্দিক কাউন্সিলরের বাড়ি হতে গাঙ্গলী বাড়ি পর্যন্ত সড়কের আরসিসিকরণ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় এমপি তুহিনের সাথে ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, উপজেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, পল্লীবিদ্যুতের সাবেক পরিচালক টিপু সুলতান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুসহ ৯ জন পৌর কাউন্সিলর।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কগুলোর নির্মাণকাজ সম্পন্ন হলে পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর