কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে বজ্রপাতে ঘরে ঘুমন্ত শিশুসহ দুইজন নিহত

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৫:১৬ | নিকলী  


নিকলীতে বজ্রপাতের পৃথক ঘটনায় ঘরে ঘুমিয়ে থাকা আড়াই মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ভোরে নিকলী উপজেলা সদরের মোহরকোণা গ্রাম এবং গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে।

নিহতদের নাম ফারহান (আড়াই মাস) এবং এল্লাস মিয়া (৪৫)। তাদের মধ্যে ফারহান নিকলী উপজেলা সদরের মোহরকোণা গ্রামের হৃদয় মিয়ার শিশুপুত্র এবং এল্লাস মিয়া একই গ্রামের রহিম উদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৯ জুন) রাতে বাবা-মার পাশে শিশু ফারহান ঘুমিয়েছিলো। শেষ রাতে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরে বজ্রপাতের বিকট শব্দে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ফারহান চিৎকার দিয়ে কেঁপে ওঠে এবং পরক্ষণেই শিশুটির হৃদস্পন্দন থেমে যায়। পরে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে এল্লাস মিয়া বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার (২০ জুন) ভোরে বজ্রপাতের ঘটনায় সেখানেই এল্লাস মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর