কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৪:০৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে তিন বোতল ফেন্সিডিলনহ মো. রতন সরদার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ জুন) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রতন সরদার নওগাঁ জেলার নওগাঁ সদরের দশ পাইকা গ্রামের মৃত কলিম উদ্দিন সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই শ্যামল, এএসআই এনামুল হক, এএসআই মহাদেব বিশ্বাস, এএসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মো. রতন সরদার দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

বুধবার (২৬ জুন) রাতে কিশোরগঞ্জ শহরের একরামপুর রেলগেইট এলাকার আল-ফাহাদ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে সে মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম সেখানে অভিযান চালায়।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. রতন সরদারকে আটকের পর তার কাছ থেকে তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর