কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পল্লী বিদ্যুতের বকেয়া আদায় সংযোগ বিচ্ছিন্ন

 স্টাফ রিপোর্টার | ২৯ জুন ২০১৯, শনিবার, ৫:১১ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায়ে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শনিবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে পৌরসদর বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে পৌরসদর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থেকে বকেয়া বিদ্যুৎ বিল এক লাখ পাঁচ হাজার ২৫০ টাকা আদায় করা হয়। এছাড়া প্রায় দুই লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার দায়ে ১২টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ফাইন্যান্স) তানভীর আহমেদ, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর খায়রুল বাশার, জুনিয়র ইঞ্জিনিয়ার আলী হোসেন ও পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) জাহাঙ্গীর আলমসহ পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া এরিয়া অফিসের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর