কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব পৌরসভার ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা

 সোহেল সাশ্রু, ভৈরব | ১ জুলাই ২০১৯, সোমবার, ১:৫২ | অর্থ-বাণিজ্য 


ভৈরব পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যায় পৌর মেয়রের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।

নতুন কোন কর আরোপ না করে তিনি ৬২ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ২৬১ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ২৬১ টাকা ৫৬ পয়সা। এর মাঝে রাজস্ব আয় ১৯ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ৭৪৪ টাকা ৬৯ পয়সা, উন্নয়ন সহায়তা তহবিল হিসাব থেকে আয় ৪২ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৬৭৪ টাকা ৮২ পয়সা ও পানি সরবারাহ শাখা থেকে আয় ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮৪২ দশমিক শূণ্য ৫ পয়সা।

বাজেটে নতুন কোন কর আরোপ করা না হলেও নতুন কয়েকটি করের আওতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি।

প্রস্তাবিত বাজেট উপলক্ষ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র মো. আল আমিন, নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, সচিব মো. দুলাল উদ্দিন ও সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর