কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

 স্টাফ রিপোর্টার | ২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৮:২৫ | বিশেষ সংবাদ 


বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের পথে পথে নামে মানুষের ঢল।

রাত ১২টা এক মিনিট থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সরকারি গুরুদয়াল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ, সিপিবি, গণতন্ত্রী পার্টি, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, জেলা প্রেসক্লাব, পৌর মহিলা কলেজ, ওয়ালিনেওয়াজ খান কলেজ, সরকারি মহিলা কলেজ, এসভি সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচী পালন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর