কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৬:৫১ | কটিয়াদী 


কটিয়াদীর একটি বাজারে দু’দল যুবকের ঝগড়া থামাতে গিয়ে হাফিজ উদ্দিন আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বর্তীহাটা বাজারে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহত হাফিজ উদ্দিন আকন্দ উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বর্তীহাটা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মেয়ে পপি আক্তার জানান, সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় এলাকার মাহফুজ ও হৃদয় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। তার বাবা হাফিজ উদ্দিন তাদেরকে থামাতে চেষ্টা করেন।

পপি আক্তারের অভিযোগ, এ সময় যুবকেরা তার বাবাকে কিল ঘুষি ও লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা হাফিজ উদ্দিন আকন্দকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পপি আক্তার বলেন, আমার দাবি, আমার বাবাকে হত্যা করা হয়েছে।

মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছেনু মিয়া বলেন, ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে হাফিজ উদ্দিন জোরে ধমক দিলে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং বুকে হাত দিয়ে মাটিতে বসে যান। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তিনি মারা যান।

কটিয়াদী মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর