কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নার্স তানিয়া ধর্ষণ-হত্যার মূল আসামি গ্রেপ্তারের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন বিক্ষোভ

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৪ জুলাই ২০১৯, রবিবার, ১২:৫৪ | কটিয়াদী 


চলন্ত বাসে কটিয়াদীর মেয়ে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ শেষে হত্যার মূল আসামি বোরহান সহ অন্য আসামিদের গ্রেপ্তার দাবিতে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে শনিবার (১৩ জুলাই) কটিয়াদী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক আব্দুর রহমান রুমি, অ্যাডভোকেট আনিসুজ্জামান উজ্জল, ছাত্রলীগ নেতা এনামুল হক বাবু, নিহত তানিয়ার ভাই সুজন মিয়া প্রমুখ।

বক্তারা ঘটনার সাথে জড়িত মূল আসামি বোরহানসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় তারা স্বর্ণলতা বাসের নাম ও রং পরিবর্তন করে ভিন্ন নামে রাস্তায় নামানোর চক্রান্তেরও প্রতিবাদ করেন।

গত ৬ মে রাতে স্বর্ণলতা পরিবহনের বাসে ঢাকা থেকে বাড়ি আসার পথে চলন্ত বাসে নার্স তানিয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। নার্স তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় বাসের চালক নূরুজ্জামান নূরু এবং হেলপার লালনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও হোতা বোরহানসহ অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর