কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি হাজারো মানুষ

 বাজিতপুর সংবাদদাতা | ১৫ জুলাই ২০১৯, সোমবার, ৪:১৫ | বাজিতপুর 


বাজিতপুরে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়া নদী ভাঙনের কবলেও পড়েছে কয়েকটি গ্রাম।

এদিকে গত ৬-৭দিন ধরে একাধারে ভারি বৃষ্টি হওয়ার কারণে ও পানি নিস্কাষণের ব্যবস্থা না থাকায় উপজেলার সরারচর ইউনিয়নের ৪১নং ভান্ডা মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকার ৩-৪ হাজার মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

জানা যায়, ভান্ডা মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করিডোরে এখন হাঁটু পানি। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের স্কুলে আসা-যাওয়া করতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এছাড়া পানি নিস্কাষণের ব্যবস্থা না থাকায় এলাকার লোকজনকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে সরারচর ছাড়াও নদীর পার্শ¦বর্তী এলকার আছানপুর, বোয়ালী, শিবপুর, চেংগাহাটি, লালখারচর, দয়ারামপুর, বাবুনগরসহ কয়েকটি গ্রামের মানুষ নদী ভাঙনের কবলের মধ্যে আতঙ্কে রয়েছেন।

ভান্ডা মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নয়ন মিয়া জানান, স্কুল করিডোরে পানি ভেঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাশ করতে হচ্ছে।

বাজিতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম তালুকদার জানান, যেসব এলাকা নদী ভাঙন কবলিত হয়েছে, সেই সব এলাকার জনগণ সরকারি কোষাগার থেকে সহায়তা পাবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর